পেইড সাবস্ক্রিপশন আনছে ব্লুস্কাই
এক্স (টুইটার) এর প্রতিদ্বন্দ্বি হয়ে আসা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই বিগত কয়েক মাস ধরে নতুন গ্রাহক প্রবৃদ্ধিতে বেশ সাফল্যই দেখছে। এক্সের পাশাপাশি মেটার থ্রেডসের এই প্রতিদ্বন্দ্বি সম্প্রতি মাত্র এক সপ্তাহে ৫ কোটি গ্রাহক পেয়েছে।
গত বৃহস্পতিবার ব্লুস্কাই কয়েকটি খবর জানিয়েছে। সেখানে নতুন গ্রাহক সংখ্যা ও আয়ের তথ্য প্রকাশের পাশাপাশি পেইড সাবস্ক্রিপশন সেবা আনার পরিকল্পনার কথা জানানো হয়।
পেইড সাবস্ক্রিপশন আনলেও প্ল্যাটফর্মটি সবসময় বিনামূল্যে ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
নতুন এই সাবস্ক্রিপশন সেবায় ব্যবহারকারীরা অধিক সময়ের ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া বিভিন্ন থিম ও অ্যাভাটার ফ্রেমের মাধ্যমে তারা তাদের প্রোফাইল সাজাতে পারবেন বলে জানানো হয়।
এর বাইরে ফ্রি গ্রাহকদের চেয়ে বাড়তি কোনো সুবিধা পাবেন না পেইড গ্রাহকরা।
ডিবিটেক/বিএমটি







